শিলিগুড়ি,৩০ ডিসেম্বরঃ কৃষক আইনের বিরোধিতায় ও কৃষক আন্দোলনের সমর্থনে পথে নেমেছে ন্যাশনাল অ্যালাইন্স অফ পিপল মুভমেন্ট।
সংগঠনের নেত্রী তথা ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী মেধা পাটেকর আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, কিছু বড় সংস্থাকে মুনাফা পাইয়ে দিতে কৃষক আইন আনা হয়েছে।আমরা এর বিরোধীতায় দেশজুড়ে আন্দোলনে নেমেছি।চোপড়াতে অবস্থান বিক্ষোভ হবে বুধবার। ১ জানুয়ারি কলকাতায় বড় সংস্থার প্রোডাক্ট পুড়িয়ে বয়কট করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে অমর্ত্য সেন প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে কেউ প্রশ্ন তুললেই তাদের লক্ষ্য করা হয়।ইতিমধ্যেই অনেক সমাজসেবী ও মানবিধকারের সঙ্গে যুক্ত অনেককে জেলে পাঠানো হয়েছে।