শিলিগুড়ি,১ মার্চঃ দিল্লীর আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধিরা এলেন শিলিগুড়িতে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে সরব হন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিনিধিরা কৃষকদের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবার শিলিগুড়িতে তাঁরা এসে পৌঁছান। একটি আলোচনাও করেন। এদিন কৃষক নেতা তেজভির সিং জানান, উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে তারা যাচ্ছেন সেখানে তারা দেখতে পাচ্ছেন কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। মূলত কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরোধিতা করেই তারা সাধারন মানুষের কাছে আবেদন রাখছেন কেউ যাতে বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট না দেন।আগামীতে তাঁরা বিভিন্ন গ্রামেও গিয়ে প্রচার করবেন বলে জানান।