রাজগঞ্জ, ৩০ জুলাইঃ কৃষি আইন বাতিলের দাবি সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সভা কর্মসূচি গ্রহণ করল সিপিএমের সারা ভারত কৃষকসভা।
শুক্রবার বিকেলে রাজগঞ্জের পাগলাহাটে ওই বিক্ষোভ সভা করা হয়।সংগঠনের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কৃষি আইনে কৃষকদের সর্বনাশ হবে।এর জন্য ভুক্তভোগী হবে সাধারণ মানুষও।কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা সাত মাস ধরে লাগাতার আন্দোলন করছেন।তবুও কেন্দ্র সরকারের কোনও হেলদোল নেই।তাই কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চলবে।এছাড়া করোনা ও লকডাউন পরিস্থিতিতে ক্রমশ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে।তার প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের উপর।এই কারণেই এদিন বিক্ষোভ সভা কর্মসূচি গ্রহণ করেছেন তারা।
এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কৃষক সভার রাজগঞ্জ থানা কমিটির সম্পাদক খরেন্দ্রনাথ রায়, সিপিএমের রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়, মোক্তাল হোসেন, সৌকত আলি, অমূল্য শর্মা সহ অন্যান্যরা।