জলপাইগড়ি, ২ অক্টোবরঃ শুক্রবার কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে পথে নামল জলপাইগুড়ি জেলা কংগ্রেস।এদিন লাঙল ও ধান নিয়ে কৃষক বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কংগ্রেস নেতা কর্মীরা।
জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ির থানা মোড়ের রাজীব ভবনের কংগ্রেসের জেলা কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন টাউন ব্লকের কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, কংগ্রেস নেতা অম্লান মুনসি সহ অন্যান্য নেতা-কর্মীরা।
কংগ্রেস জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, কৃষকদের বিরুদ্ধে কৃষি আইন করা হয়েছে।অবিলম্বে সেই কৃষি বিল বাতিল করা হোক।কৃষি মান্ডি তুলে নেওয়া হচ্ছে।কৃষকদের বেঘর করার চক্রান্ত করা হচ্ছে।এই কারণেই আজ প্রতিবাদ জানান তারা।