নকশালবাড়ি, ১৯ নভেম্বরঃ এক বোতামেই একাধিক কৃষিযুক্ত কাজ। কৃষিকাজের আধুনিক যন্ত্র বানিয়ে জাতীয় স্তরে পুরস্কার পেল নকশালবাড়ির সৌভিত।
উওরপ্রদেশের মিরাটে জাতীয় স্তরে আয়োজিত অখিল ভারতীয় বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিল নকশালবাড়ির সারদা বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র সৌভিত ঘোষ।বিজ্ঞান মেলায় ইনোভেটিভ মডেলে কৃষিকাজের আধুনিক যন্ত্র, দৃষ্টিহীনদের জন্য স্মার্ট ব্লাইন্ড স্টিক , রকেট সাইন্সের প্লাজমা আয়নিক থ্রাস্টার মডেল বানিয়ে প্রথম স্থান অধিকার করেছে সৌভিত।
এদিন সারদা বিদ্যামন্দিরের তরফে সৌভিতকে সংবর্ধনা প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সারদা বিদ্যামন্দিরের প্রধান আচার্য সুজিত দাস জানান, অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা।এই পুরস্কার খুবই আনন্দের।সৌভিতের প্রচেষ্টায় এই সফলতা সকলকে দিশা দেখাবে।
