শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জানা গিয়েছে, এদিন ৫৭০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।ছাত্র-ছাত্রীদের হাতে মেমেন্টো ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শংসাপত্র তুলে দেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, অলোক চক্রবর্তী, বিবেক বৈদ সহ অন্যান্যরা।
এদিন গৌতম দেব বলেন, করোনা পরিস্থিতিতে ঘরে থেকে অনলাইনে পরীক্ষা দিয়ে ভালো লাগছে না ছাত্রছাত্রীদের।তাই এই পরিস্থিতিকে ভুলে উৎসাহ প্রদান করাটাই আমাদের উদ্দেশ্য।সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সংঘবন্ধ করার ইচ্ছা ছিল কিন্তু কোভিড পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি তাই ৮৫ শতাংশ পাওয়া পরীক্ষার্থীদের এই সম্মান প্রদান করা হল।