শিলিগুড়ি, ৫ মেঃ ‘থাকবো নাকো বদ্ধ ঘরে,দেখবো এবার জগৎটাকে’ কবি নজরুলের এই ভাবনাকে বাস্তবায়িত করতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম।আর এই মহৎ উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে এল জয়পুরের মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি।
কেউ জন্মলগ্ন থেকে এবং কেউ বা দুর্ঘটনা, জটিল রোগে বিকলাঙ্গ হয়ে চলাফেরার ক্ষমতা হারিয়েছে।সেই সমস্ত বিকলাঙ্গ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম ও মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি।শিবিরের মধ্য দিয়ে আগামী তিনদিনে পুর এলাকার প্রায় চারশো জনকে কৃত্তিম অঙ্গ,হুইলচেয়ার,ক্রাচ ওয়াকার,ট্রাই সাইকেল প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিলিগুড়ির কিরণ ভবনে এই শিবিরের আয়োজন করা হয়েছে।শুক্রবার শিবিরের সূচনা করেন মেয়র গৌতম দেব।উপস্থিন ছিলেন মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির কর্নধার পি আর মেহেতা,ডেপুটি মেয়র রঞ্জন সরকার,মেয়র পারিষদ মানিক দে,শোভা সুব্বা সহ অন্যান্য বোরো চেয়ারম্যান ও কাউন্সিলররা।
এদিন মেয়র গৌতম দেব জানান,মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহায়তায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।নির্দিষ্ট জায়গা পেলে স্থায়ীভাবে এমন কাজ করা হবে। যাতে বিকলাঙ্গ মানুষেরা বিনামূল্যে এই ধরনের পরিষেবা পায়।
এদিকে পুরনিগম ও মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা।
