শিলিগুড়ি, ১৯ অক্টোবরঃ করোনা অতিমারি পাল্টে দিয়েছে পুজোর মেজাজ।পুজো উদ্যোক্তারাও তৈরি হচ্ছে সেভাবেই, কিভাবে ভিড় এড়ানো যায় কিভাবে সংক্রমন না ছড়ায়।এই বিষয়গুলো প্রতিনিয়ত তাদের মাথায় রাখতে হচ্ছে।
সেকারনেই সঙ্ঘশ্রী ক্লাবের প্যান্ডেলের সামনে দাঁড়াতে পারবে না দর্শনার্থীরা।রাস্তায় চক দিয়ে দাগ করে দেওয়া হবে এবং নির্দিষ্ট দাগের মাঝে দাড়িয়ে ঠাকুর দর্শন করেই ফিরে যেতে হবে দর্শনার্থীদের।
এবারে তাদের পুজোর বাজেটও অনেকটাই কমে এসেছে, মুখ্যমন্ত্রীর অনুদানের পাশাপাশি কেউ নিজের ইচ্ছেয় পুজোয় চাঁদা দিতে চাইলে তাদের থেকেই টাকা নেওয়া হচ্ছে।এবছর পুরনো জমিদার বাড়ির ঠাকুর দালানের আদলে তৈরি হচ্ছে সঙ্ঘশ্রী ক্লাবের মন্ডপ।অষ্টমীতে ১০ জন করে অঞ্জলীর জন্য মন্ডপে প্রবেশ করতে পারবেন এবং প্রত্যেকবার অঞ্জলীর পর মন্ডপ স্যানিটাইজড করা হবে বলে জানা গেছে।