শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ আন্তর্জাতিক কুডো প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন শিলিগুড়ির অঙ্কুর বর্মন এবং তপস্বী দত্ত।খুশির হাওয়া শহরে।
ইউরেশিয়ান কাপ ২০২৪ অনুষ্ঠিত হবে আর্মেনিয়ায়।এই প্রথমবার আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় শিলিগুড়ি থেকে দুই প্রতিযোগী অংশগ্রহণ করবে।এই প্রতিযোগিতায় মঙ্গোলিয়া, জাপান, আর্মেনিয়া, ইতালি, ইরান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, ফ্রান্সের মত দেশের সঙ্গে লড়বেন তারা।
দীর্ঘদিন ধরে প্রশিক্ষক সহদেব বর্মনের কাছে প্রশিক্ষণ নিচ্ছে অঙ্কুর এবং তপস্বী।ভাল পারফরম্যান্সের সুবাদে এই ইউরেশিয়ান কাপ খেলতে যাওয়ার সুযোগ হয়েছে দুজনের।এর জন্য দিনরাত পরিশ্রমও করেছেন অঙ্কুর এবং তপস্বী।চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।ভারতের হয়ে সোনা জয় করেই ফিরবেন বলে আশাবাদী তারা।