রাজগঞ্জ ১৬ জুলাইঃ পঞ্চায়েত নির্বাচন শেষে এবারে বোর্ড গঠনের পালা।রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করবে কোন রাজনৈতিক দল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
কুকুরজান অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের আসন ২১ টি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৯ টি করে আসনে জয়ী হয়েছে।৩ টি আসন পেয়েছে সিপিএম। এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১ । ফলে পাকে ফেলেছে সিপিএম। তাই জয়ী হয়েও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করতে পারছে না তৃণমূল কংগ্রেস বা বিজেপি। এদিকে বোর্ড গঠনে নতুন পন্থা নিয়েছে সিপিএম। তাতে তৃণমূল বা বিজেপি সহমত হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।
এই বিষয়ে সিপিএমের জলপাইগুড়ি জেলার সম্পাদক মন্ডলী সদস্য মোক্তাল হোসেন বলেন, তৃণমূল এবং বিজেপি, এই দুই দলই আমাদের কাছে শত্রু। তাই আমাদের স্লোগান – লুটেরাদের হটিয়ে, জনগণের পঞ্চায়েত গঠন করো। এই স্লোগান নিয়ে ভোট প্রক্রিয়ার মাধ্যমে পঞ্চায়েত গঠন করতে রাজি। এই পদ্ধতি যদি অন্য রাজনৈতিক দল সমর্থন করে তাহলে বোর্ড গঠন হবে। অন্যথায় আমরা সরে দাঁড়াবো।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লকের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, উন্নয়নের স্বার্থে বিরোধীদের, মূলত সিপিএমকে এগিয়ে এসে তৃণমূলকে সমর্থন করা উচিত। দলের পক্ষ থেকে সেই চেষ্টা করা হচ্ছে।