আলিপুরদুয়ার, ৫ মার্চঃ ৭০টি কুনকি হাতির মাধ্যমে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হল গন্ডার গনণা।
মোট ১৯৩টি দল এই গন্ডার গনণার কাজ করছে।মোট ৪০০ জন নিযুক্ত আছে গন্ডার গনণায়।এর মধ্যে ১৩টি এনজিও এর সদস্য, বনকর্মীরা সহ বনদফতরের আধিকারিকরা রয়েছেন।
বুধবার ভোর সকাল থেকে শুরু হয় জলদাপাড়ায় গন্ডার গনণা।