কুড়োলের আঘাতে মৃত্যু স্বামীর, গ্রেফতার অভিযুক্ত স্ত্রী  

শিলিগুড়ি, ৩ আগস্টঃ কুড়োলের আঘাতে মৃত্যু স্বামীর।ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্ত্রী।ঘটনাটি ঘটে ৩০শে জুলাই গজলডোবা সংলগ্ন মান্তাদারি এলাকায়।


পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে কোনোকারণে বিবাদ শুরু হয়।সেইসময় রাগের বসে স্ত্রী  ফুলমনি ওঁরাও কুড়োল ছুড়ে মারে স্বামীকে।এরফলে গুরুতর আহত হন স্বামী সুনীল ওঁরাও।ঘটনার পর তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসা চলাকালীন গত ৩১ জুলাই মৃত্যু হয় সুনীল ওঁরাও এর।

ঘটনার পর সুনীল ওঁরাও এর  পরিবারের তরফে স্ত্রী ফুলমনি ওঁরাও এর বিরুদ্ধে এনজেপি থানার মিলনপল্লী ফাঁড়িতে খুনের অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে  অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *