রাজগঞ্জের ঐতিহ্যবাহী কুতাবগছের কালী পুজোর প্রস্তুতি শুরু

রাজগঞ্জ, ২৩ অক্টোবরঃ ঐতিহ্য মেনে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা কুতাবগছের কালী পুজোর প্রস্তুতি শুরু হল।এবছর কুতাবগছের কালী পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করতে চলছে।ঐতিহ্যবাহী এই পুজোয় প্রচলিত রয়েছে বলি প্রথা।


জানা গিয়েছে, দেশভাগের আগে পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের পঞ্চগড়ের শালবাহান এলাকায় এই কালী পুজো হত এবং মেলা বসতো।দেশভাগের পরে হিন্দুরা এপারে চলে আসেন।মায়ের মন্দির তখনও ওপারেই ছিল।এখানকার স্থানীয় এক বাসিন্দা স্বপ্নাদেশ পান মাকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করার।এরপর এলাকার মানুষেরা মায়ের মন্দির স্থাপন করেন এবং মাকে এপারে নিয়ে আসেন।সেই থেকে কুতাবগছে ৭৫ বছর ধরে পুজো ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবছরের মত এবছরও কালী পুজোর দিন শনি ও রবিবার মেলা অনুষ্ঠিত হবে।এই মেলায় হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই ভিড় জমান।রাজগঞ্জ ছাড়াও দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের প্রচুর মানুষ পুজোয় আসেন।এবছর পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও একদিন পালা গানের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *