শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত শহরে।দুদিন আগে থেকে তাপমাত্রার পারদ কিছুটা করে নামতে শুরু করলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকেই কনকনে ঠান্ডায় জবুথুবু শিলিগুড়িবাসী।
আজ সকাল থেকেই ঘন কুয়াশার সাদা চাদরে মুড়ে গিয়েছে শহর শিলিগুড়ি।সূর্যিমামার দেখা নেই।বেলা যতই বাড়ছে ততই বাড়ছে শীতের কামড়।তবে বাইরে বেরোলেই কুয়াশাচ্ছন্ন শহর আপনার মন ভালো করবেই।এদিন অনেককেই বাড়ির ছাদ থেকে শীতের আমেজ উপভোগ করতে দেখা যায়।শহরের রাস্তায়, অলিগলিতে আগুন পোহাতেও দেখা যায় অনেককে।