শিলিগুড়ি, ১১ জুনঃ কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আশিঘড় ফাঁড়ি অন্তর্গত শ্রীমা সরণি এলাকায়।বৃদ্ধার নাম জ্যোৎস্না বসাক।
জানা গিয়েছে, এদিন দুপুরে বৃদ্ধা কুয়োতে ঝাঁপ দেন।ঘটনাটি দেখতে পান তার মেয়ে।সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করেন।তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে।যদিও বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি স্থানীয়রা।
এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগ ও আশিঘড় ফাঁড়ির পুলিশকে।দমকল ও পুলিশ পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর বৃদ্ধাকে কুয়ো থেকে উদ্ধার করতে সক্ষম হয়।এরপরই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে।সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বৃদ্ধা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই অশান্তি চলছিল পরিবারে।দুদিন আগেও গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বৃদ্ধা।আজ ফের আত্মহত্যার চেষ্টা করেন তিনি।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
