শিলিগুড়ি, ১০ মার্চঃ শিলিগুড়ির দাগাপুরের ডামরাগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত কুয়োতে পড়লো চিতাবাঘ।সেই চিতাবাঘটিকে দেখতে উপচে পড়লো মানুষের ভিড়।
জানা গিয়েছে, রবিবার রাতে ডামরাগ্রাম এলাকায় একটি চিতাবাঘ ঢুকে পড়ে এবং বিভিন্ন বাড়িতে ঢোকার চেষ্টা করে।চিতাবাঘের আতঙ্কে ঘরবন্দী হয়ে পড়েন এলাকার মানুষ।
এরপর হঠাৎই এলাকায় থাকা একটি পরিত্যক্ত কুয়োতে পড়ে যায় চিতাবাঘটি।পরে ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরে।খবর পেয়ে সোমবার সকালে সুকনা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।এরপর ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
বনদপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।