আলিপুরদুয়ার,৩ জুনঃ লাগাতার বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার বাসিন্দারা।প্রতিনিয়ত রাতে জলদাপাড়া অভয়ারণ্য থেকে বুনো হাতি বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়।
এলাকার বাসিন্দারা জানান, বর্তমানে দিনের আলোতে, বিকেলে,সকালে, গভীর রাতে সবসময় বুনো হাতি হানা দিচ্ছে মাদারিহাটের বিভিন্ন এলাকায়।হাতিগুলো শুধুমাত্র জমির ফসল নষ্ট করছে না, খাবারের সন্ধানে এলাকার বাসিন্দাদের বসতবাড়িতেও হানা দিচ্ছে।ভেঙে দিচ্ছে ঘরবাড়ি।বুনো হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্ৰামবাসীরা বর্তমানে রাত জেগে কাটাচ্ছেন।
গতকালও গভীর রাতে একটি বুনো হাতির দল জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাটের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় এবং এলাকার বাসিন্দা নারদ ছেত্রীর ঘর ভেঙে দেয়।এদিন এলাকার বাসিন্দারা বনদপ্তরের কার্যালয়ে গিয়ে আধিকারিকদের কাছে ক্ষতিপূরণের দাবি জানান।বনদপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে শীঘ্রই সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।