শিলিগুড়ি,৬ জানুয়ারিঃ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি জানাচ্ছে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সরকারের সবস্তরে আবেদন, সই সংগ্রহ থেকে শুরু করে শহরজুড়ে ব্যানার লাগানো বাদ যায়নি কিছুই। তারপরেও এখনও পর্যন্ত কোনো সাড়াই মিলছে না প্রশাসনের তরফে। আজ আবারও একই দাবিতে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন তারা। সংগঠনের তরফে উপস্থিত ছিলেন মনোজ ভার্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ জয়ন্ত ভৌমিক, খেলোয়াড় আব্দুল খালেক ও তপন ভাওয়াল।
এদিনের বৈঠকে জয়ন্ত ভৌমিক জানান, যদি এই মূহুর্তে সরকার একটি আন্তর্জাতিক মাঠ না দিতে পারে তবে অন্তত ক্রিকেটের জন্য একটি মাঠের ব্যাবস্থা করে দেওয়া হোক। শিলিগুড়িতে যেমন ফুটবলের জন্য একটি পূর্নাঙ্গ মাঠ রয়েছে তেমনই ক্রিকেটের জন্যেও একটি পূর্নাঙ্গ মাঠ তৈরি করা হোক। মনোজ ভার্মা বলেন,কাওয়াখালিতে ক্রিকেট স্টেডিয়ামের জন্য মাঠ রয়েছে তবে সেখানে টাউনশিপের কাজ চলছে।তাদের মনে ভয় রয়েছে টাউনশিপের কারনে এই মাঠটিও তাদের হাতছাড়া না হয়ে যায়।