শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ “দার্জিলিং বাংলার মুকুট ছিল এবং থাকবে, পাহাড়ের স্থায়ী সমাধানের অর্থ গোর্খাল্যান্ড নয়”-শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সাংসদ লকেট চ্যাটার্জি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচন সামনে আসতেই ফের একবার পাহাড়ের স্থায়ী সমাধানের দাবী জোড়ালো হয়েছে।বিজেপি বেশ কয়েকবার পাহাড়ের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল।
পাহাড় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট চ্যাটার্জি বলেন, ‘পাহাড়ের স্থায়ী সমাধানের অর্থ আলাদা রাজ্য গোর্খাল্যান্ড নয়’।বাংলার মানুষ একজোট হয়ে আছেন এবং থাকবেন।দার্জিলিং বাংলার মুকুট ছিল এবং থাকবে।তিনি আরও বলেন, তৃণমূলের মত বিজেপি জাতি ও ভাষা নিয়ে রাজনীতি করে না।