লক্ষ্মীর ভান্ডার ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২২ আগস্টঃ লক্ষ্মীর ভান্ডার ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ, ঘটনায় গ্রেফতার এক যুবতী সহ ৩ জন।গ্রেফতার অভিযুক্তদের নাম অতিন্দ্র মজুমদার(৫০), নবাব রায় চৌধুরী(২৯) এবং অপর্ণা রায় চৌধুরী।৩ জনই ভক্তিনগর এলাকার বাসিন্দা।


জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের তরফে বাবুপাড়ার জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলে দুয়ার সরকার শিবির করা হয়েছে।সেই শিবিরে এই ৩ জনের বিরুদ্ধে লক্ষ্মীর ভান্ডার ফর্ম পূরণ করে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ ওঠে।ঘটনার পর শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর বরো আধিকারিকের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে শনিবার ৩ অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *