রাজগঞ্জ, ১৩ আগস্টঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের নামে টাকা আদায় করার অভিযোগে গ্রেফতার ৪ জন।রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।গ্রেফতার ৪ জনের নাম বাপি দে সরকার, বাপ্পা দে সরকার, শিখা দে সরকার ও বিশ্বজিৎ মহন্ত (খোকন)।এর পাশাপাশি কম্পিউটার, প্রিন্টার মেশিনও বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারিভাবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণের উদ্যোগ নেওয়া হলেও তার আগেই অভিযুক্তরা ইন্টারনেট থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে দেওয়ার নামে টাকা আদায় করছিল।এই খবর পেয়ে আমবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় ৪ জনকে।
অভিযুক্তদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।