শিলিগুড়ি, ১০ মেঃ ১০ বছর মন্ত্রী ছিলেন।একবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, আরেকবার পর্যটনমন্ত্রী।কিন্তু এবার ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে পরাজিত হয়েছেন গৌতম দেব।যদিও তাতে তিনি ভেঙে পড়েননি বলে দাবি করছেন।পুরনিগমের প্রশাসক হয়ে কাজে নেমে পড়েছেন।সোমবার কলকাতায় মন্ত্রীসভার মন্ত্রীরা শপথ নেন।তখন শিলিগুড়িতে পুর-প্রশাসক রূপে নানা কাজে ব্যস্ত ছিলেন গৌতম দেব।
কিছুটা আক্ষেপের সুরেই জানান, গাড়িতে আমি কোনোদিন বাতি লাগাতাম না।কিন্তু সামনে জাতীয় পতাকা থাকতো।মানুষ এবার আমাকে মন্ত্রী হিসেবে চায়নি।আমাকে লাল কার্ড দেখিয়েছে।সেটিকে হলুদ কার্ড করবো।ভবিষ্যতে তা সবুজ কার্ড করার চেষ্টা করছি।আগামী ১২ মে তিনি কলকাতায় যাচ্ছেন।সেখানে নতুন মন্ত্রীদের সঙ্গেও দেখা করবেন বলে জানান।
অন্যদিকে এদিন বিজেপিকে কটাক্ষ করেই গৌতম দেব জানান, শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিজেপির সাংসদ ও বিধায়ক রয়েছে।তাঁরা উন্নয়নের বন্যা করবে বলে আশা করছি।শিলিগুড়িতে অন্তত ৫০০ কোটি ও ডাবগ্রাম ফুলবাড়িতে ৫ বছরে ৩০০ কোটি টাকার কাজ করবে কেন্দ্রীয় সরকার।