শিলিগুড়ি, ৪ জুনঃ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট সৌন্দর্যায়নের বেশকিছু পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।এদিন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব।
পরিদর্শনের পর তিনি জানান, আগের বছর ছট পুজোয় পূন্যার্থীদের অনেক অভিযোগ উঠেছিল।এবারে কঠোরভাবে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল(NGT) এর নিয়ম মেনে মহানন্দা নদীকে বাঁচিয়ে পুণ্যার্থীদের জন্য পাকা ঘাট তৈরি করে দেওয়া হবে।রাজ্য সরকারের সেচ দপ্তর থেকে মহানন্দা নদীর বেশ কিছুটা পার বাঁধিয়ে দেওয়া হচ্ছে।এরপর পুরনিগম এবং রাজ্য সরকারের কাছ থেকে কিছু অর্থ অনুমোদন করে গ্রিন সিটি প্রকল্পের আওতায় নিয়ে এসে এগুলোকে পাকা করে দেওয়া হবে বলে জানান তিনি।ঘাটে নামার জন্য দুপাশে সিঁড়ি আছে তবে পূন্যার্থীদের কথা মাথায় রেখে মাঝবরাবর আরেকটা সিঁড়ি তৈরি করে দেওয়া হবে।