দার্জিলিং, ২৮ জুলাই: প্রবল বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা।
সোমবার থেকে পাহাড়-সমতল জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়। যার জেরে মিরিক, পানিঘাটার বেশকিছু এলাকায় ধস পড়ে। ধসে আটকে যায় রাস্তা।
মঙ্গলবার সকাল থেকে ধস সরানোর কাজ শুরু করে প্রশাসন। যদিও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে। এদিন দুধিয়ার কাছে পানিঘাটায় দু’জায়গায় বিশাল ধসে নামে। আটকে যায় পুরো রাস্তা। বাধ্য হয়ে স্কুটি, বাইক নিয়েই বিপজ্জনকভাবে যাতায়াত করতে হয় সেখানকার বাসিন্দাদের।
মিরিক থেকে শিলিগুড়িগামী রাস্তাতেও ধস নামায় আটকে যায় রাস্তা। তবে লকডাউন থাকায় এদিন গাড়ির সংখ্যা ছিল কম।