শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়-সমতল।সেবকে ধসের ফলে, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।
জানা গিয়েছে, টানা বৃষ্টিতে সেবক থানা থেকে সেবকেশ্বরী কালি বাড়ির মাঝে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধস নামে।বন্ধ হয়ে যায় যান-চলাচল।এরফলে বন্ধ ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়ক।টানা বৃষ্টিতে ব্যহত হচ্ছে রাস্তা সারাইয়ের কাজও।
এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা। পরপর তিনদিন ধরে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধস নামছে। এখনও পর্যন্ত ২৯ মাইলের রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন হয়নি।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী,লাগাতার বৃষ্টি চলতে থাকলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে গোটা পাহাড় জুড়ে।