শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহল সহ গোটা দেশে।
এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে স্টুডেন্টস সোসাইটির তরফে থেকে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল।তার প্রতিকৃতিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে শেষ শ্রদ্ধা জানান সোসাইটির সদস্যরা।এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্টুডেন্টস সোসাইটির সদস্য মনোজ ভর্মা বলেন, প্রথমে শোনার পরে বিশ্বাস করতে পারিনি।তারপর সকাল থেকেই ভারাক্রান্ত মনে সংবাদমাধ্যমে নজর রাখি, সেখান থেকেই একপ্রকার নিশ্চিত হলামঅত্যন্ত দুঃখজনক ঘটনা।ভারতবর্ষের এক বিশাল ক্ষতি যা কখনই পূরণ হবে না।