আইনজীবি কল্যাণ সমিতির একটি কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন রাজ্যপাল

জলপাইগুড়ি,২১ ফেব্রুয়ারিঃ শুক্রবার সকালে লাটাগুড়িতে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।


লাটাগুড়িতে আইনজীবি কল্যাণ সমিতির আয়োজিত একটি কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে তার স্ত্রী এসেছেন এই কর্মশালাতে। 

এদিন সকালে কলকাতা থেকে বিশেষ বিমানে রাজ্যপাল বাগডোগরা বিমানবন্দরে আসেন। বিমানবন্দর থেকে সোজা লাটাগুড়িতে চলে যান তিনি। এদিন সকালে লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে আইনজীবিদের অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।


লাটাগুড়িতে রাজ্যপালের নিরাপত্তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। এই অনুষ্ঠানের পর শিলিগুড়ির রাজ্য সরকারের অতিথি নিবাসে থাকার কথা রয়েছে রাজ্যপালের।এরপর আজ সন্ধ্যাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যপাল।

রাজ্যপালের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়াও গোটা দেশ থেকে প্রচুর আইনজীবীরা এই কর্মশালায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *