শিলিগুড়ি, ৭ জুনঃ শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সংহতি মোড় এলাকায় ঘর থেকে উদ্ধার হল যুবতীর ঝুলন্ত দেহ।মৃতার নাম কেয়া দত্ত(২৬)।পেশায় আইনজীবী ছিলেন যুবতী।শিলিগুড়ি আদালতে কর্মরত ছিলেন।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ির সংহতি মোড় এলাকায় একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন যুবতী।গতকাল রাতে অন্যান্যদিনের মত খাওয়া-দাওয়া সেরে ঘরে চলে যান।এরপর গভীর রাতে যুবতীকে ডাকেন তার মা।কোন সাড়া না মেলায় প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি।পরবর্তীতে ঘরের দরজা ভেঙে যুবতীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।এরপর তড়িঘড়ি যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
শুক্রবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে মৃত যুবতী শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দুলাল দত্তের ভাইঝি ছিলেন বলে জানা গিয়েছে।এই বিষয়ে দুলাল দত্ত বলেন, খুব শান্ত স্বভাবের ছিল কেয়া।কি কারণে এই ঘটনা ঘটালো তা জানা নেই।পরিবারে কোনোরকম সমস্যা ছিল না।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।