শিলিগুড়িঃ চাঞ্চল্যকর লিফলেট ঘিরে বিতর্ক। কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ করে ছাপানো কিছু লিফলেট ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
শুক্রবার সকাল কোচবিহার শহরের নিউ টাউন মোড়,স্টেশন মোড়, আমতলা এবং মরাপড়া সহ শহরের একাধিক জায়গায় লিফলেট পড়ে থাকতে দেখা যায়।ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে।সেই লিফলেটে চাকরি দেওয়ার নামে পার্থপ্রতিম রায় টাকা নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।যদিও এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোন মন্তব্য করতে চাননি।
তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, এগুলি বিজেপি করছে।কারোর অভিযোগ থাকলে মামলা করবে।অভিযোগ জানানোর জন্য প্রচুর জায়গা রয়েছে।
তুফানগঞ্জে বিজেপি বিধায়ক মালতি রাভা রায় বলেন, ভিত্তিহীন অভিযোগ করেছে তৃণমূল।তৃণমূলের গোষ্ঠীকোন্দল এটা।