নকশালবাড়ি, ১২ মার্চঃ নকশালবাড়িতে লেনিনের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নকশালবাড়িতে বিক্ষোভ ও মিছিল করল ফ্যাসিবাদ বিরোধী গনতান্ত্রিক ঐক্য সংগঠন।
রবিবার মিছিল করে নকশালবাড়ি থানায় যান সংগঠনের সদস্যরা।মিছিলে পা মেলান বাম নেতা জীবেশ সরকার, সমন পাঠক, গৌতম ঘোষ, নাথুরাম বিশ্বাস, গৌড় বৈদ্য সহ অন্যান্য বামপন্থী দলের নেতাকর্মীরা।এদিন নকশালবাড়ি থানার সামনে পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্মারকলিপি প্রদান করা হয়।
এই বিষয়ে গৌতম ঘোষ সহ বামপন্থী নেতাকর্মীরা জানান, ঘটনার পেছনে দক্ষিনপন্থী এবং ফ্যাসিবাদী দলের যোগ রয়েছে। দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
ঘটনার পর প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ শ্রমিক কৃষক সংগ্রামী মঞ্চের নেতা রতন দে এর।আগামীদিনে দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলন হবে হুশিয়ারি দেন তিনি।