নকশালবাড়ি, ২০ ফেব্রুয়ারিঃ নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তের কালুয়াজোতে চিতাবাঘের হানা।
রবিবার সকালে কালুয়াজোতে সামাজিক বনসৃজনে একটি গাছের মগডালে চিতাবাঘটি নজরে আসে স্থানীয়দের।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে।খবর পেয়ে টুকরিয়া বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়।এরপর গাছ কেটে চিতাবাঘটিকে নামানো হলে পালিয়ে যায়।যদিও পরে চিতাবাঘটিকে জালবন্দী করে বনদপ্তর।
এদিকে এলাকায় চিতাবাঘের খবর চাউর হতেই এলাকায় ব্যাপক ভিড় জমে যায়।তবে চিতাবাঘটি জালবন্দি হতেই স্বস্তির নিঃশ্বাস এলাকায়।