হত্যাকান্ডের মামলায় দীর্ঘ ১৯ বছর পর ৪ অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ দীর্ঘ ১৯ বছর মামলা চলার পর অবশেষে খড়িবাড়ির রুপাতন সরকার হত্যাকান্ড মামলায় ৪ অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করলো শিলিগুড়ি আদালত।


জানা গিয়েছে, খড়িবাড়ির একটি কৃষি জমি নিয়ে রুপাতন সরকার এবং কুঞ্জ সিংহের পরিবারের বিবাদ চলছিল।রুপাতন সরকারের জমি দখল করে চাষ করছিল কুঞ্জ সিংহের পরিবার।এই নিয়েই আদালতে মামলা হয়।সেইসময় রুপাতন সরকারের জমি খালি করার নির্দেশ দেওয়া হয় কুঞ্জ সিংহকে।কিন্তু অভিযোগ, আদালতের রায় অমান্য করে জমি খালি করার বদলে সেখানে বাড়ি বানানো শুরু করে কুঞ্জ সিংহ।এই নিয়ে ২০০৫ সালের ২৪ জুলাই দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা ও মারপিট হয়।সেইসময় ধারালো অস্ত্র দিয়ে রুপাতন সরকারের উপর প্রাণঘাতী হামলা করা হয়।গুরুতর আহত অবস্থায় রুপাতন সরকারকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

ঘটনায় পর মৃতের ভাই উত্তম সরকার খড়িবাড়ি থানায় কুঞ্জ সিংহ সহ তার স্ত্রী ভারতী সিংহ এবং দুই ছেলে বিদেশ ও সুনীল সিংহের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করে।


সেই থেকে প্রায় ১৯ বছর ধরে মামলা চলার পর পুলিশের চার্জশিট, সমস্ত প্রমাণ এবং ২৫ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে চারজনকে দোষী সাব্যস্ত করে আজ যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করলেন শিলিগুড়ি ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শরৎ কুমার ছেত্রী।

এই বিষয়ে ফাস্ট ট্র্যাক কোর্টের সরকারি পক্ষের আইনজীবী অনিন্দিতা গুহ বলেন, এই হ্যাকান্ডের মামলায় ২৫ জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে।মামলা চলাকালীন ২০০৫ সাল থেকে ২০০৯ সাল অবধি চার অভিযুক্ত জেল হেফাজতে ছিল।এরপর জামিন পায় তারা।গতকাল শুনানি সম্পন্ন হওয়ার পর আজ তাদের যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করা হয়েছে।  

 

 

One thought on “হত্যাকান্ডের মামলায় দীর্ঘ ১৯ বছর পর ৪ অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO