শিলিগুড়ি,২২ জানুয়ারিঃ লাইফস্টক পারমিটের গাড়িতে গবাদি পশু না নিয়ে সাধারণ পণ্যবাহী ট্রাকে গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার চার অভিযুক্ত।ধৃতদের নাম মহম্মদ জনাব, মহম্মদ ইজমাইল, মহম্মদ শাহাবুদ্দিন ও মহম্মদ আসপার। তাদের বাড়ি বিহার এবং করণ দীঘি এলাকায়।
গবাদি পশু নিয়ে যাওয়ার ক্ষেত্রে লাইফস্টক পারমিটের যান আবশ্যক। অভিযুক্তরা সরকারি আইন ভেঙে সাধারণ পণ্যবাহী ট্রাকে গবাদিপশু নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার রাতে শিলিগুড়ির কাছে ফুলবাড়ি এলাকায় ৪৫টি গবাদিপশু সহ ৪ জনকে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনী। এরপর ধৃতদের এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।