শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ অচেনা কোন ব্যক্তিকে লিফট দেওয়ার আগে সাবধান।নাহলে পড়তে পারেন বিপদে।মাটিগাড়ার তুম্বাজোত এলাকায় লিফট দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক যুবক।
জানা গিয়েছে, গত ১ অক্টোবর সন্ধ্যেয় এক যুবক স্কুটি নিয়ে ঝঙ্কার মোড়ের দিকে যাচ্ছিল।সেইসময় মাঝ রাস্তায় অচেনা এক যুবক তার মা অসুস্থ রয়েছে বলে স্কুটি চালক যুবকের কাছে লিফট চায়।অচেনা ওই যুবককে তার গন্তব্যে পৌঁছে দিতে যাচ্ছিল যুবক।কিন্তু তুম্বাজোত চা বাগানের কাছে অচেনা যুবক স্কুটি চালককে ভয় দেখিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়।সেখানে চক্রের আরও একজন উপস্থিত ছিল।এরপর ওই দুই দুষ্কৃতি স্কুটি চালক যুবকের মোবাইল ছিনতাই করার পাশাপাশি ৩৫ হাজার টাকা অনলাইন ট্রান্সফার করিয়ে নেয়।
এই ঘটনায় গত ২ অক্টোম্বর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবক।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৫ অক্টোবর পঞ্চনই ব্রিজ থেকে দুই যুবককে সন্দেহের ভিত্তিতে আটক করে পুলিশ।জিজ্ঞাসাবাদ করতেই ছিনতাইয়ের কথা স্বীকার করে তারা।এরপরই তাদের গ্রেফতার করা হয়।ধৃতদের নাম রণদীপ দাস এবং মহম্মদ আফতাব।ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।