শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ কোন অপরিচিত ব্যক্তিকে লিফট দেওয়া ও কারো কাছ থেকে লিফট নেওয়ার আগে সাবধান।নাহলেই ঘটবে বড় বিপদ।শিলিগুড়িতে লিফট দেওয়া ও নেওয়ার নামে ঘটছে লুট ও ছিনতাইয়ের মত ঘটনা।এমনই ঘটনার শিকার হয়েছেন এক যুবতী।
গত ডিসেম্বর মাসের ৮ তারিখের ঘটনা।ওইদিন রাতে সেবক রোডের একটি শপিং মলের কাছে এক যুবতী বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন।তবে বেশি রাত হয়ে যাওয়ায় গাড়ি পাচ্ছিলেন না যুবতী।সেইসময় একটি চারচাকা গাড়ি থেকে লিফট চান।অপরিচিত গাড়ি চালকও যুবতীকে লিফট দেন।
অভিযোগ, অপরিচিত সেই গাড়িচালক লিফট দেওয়ার নাম করে ইস্টার্ন বাইপাসের কাছে শুনশান জায়গায় নিয়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা নিয়ে নেয়।পরে ফের তাকে সেবক রোডে আইটিআই মোড়ের কাছে রেখে চম্পট দেয় গাড়ির চালক।
পরবর্তীতে যুবতী ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগে গতকাল রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম নিবেশ রায় এবং পীযূষ রায়।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।