শিলিগুড়ি, ৩ জুলাইঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনমোল এর তরফে শিলিগুড়ির বর্ধমান রোডের হেরিটেজ হাসপাতালে লায়ন্স আনমোল মতিলাল বাবুলাল ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হল।উদ্বোধন করেন কেশরীচাঁদ আগরওয়াল।
এদিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস হোরা, ডিজি হেমন্ত আগরওয়াল, হেরিটেজ হাসপাতালের তরফে এল বি সুব্বা, লায়ন্স আনলোম এর আভাপতি সঞ্জয় বাজলা সহ অন্যান্যরা।
এই বিষয়ে সন্দীপ আগরওয়াল বলেন, সমাজের মানুষের সহযোগিতায় আজ ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হল।কিডনির রোগীরা এর সুফল পাবেন।বর্তমানে দুটি অত্যাধুনিক মেশিন দিয়ে পরিষেবা দেওয়া হবে।আগামীদিনে পাঁচটি মেশিন বসানো হবে।ডায়ালাইসিসের জন্য খুবই ন্যূনতম ফি রাখা হয়েছে এবং অতিদরিদ্রদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে।