শিলিগুড়ি, ২১ আগস্টঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনমোল এর তরফে ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।এদিনের শিবিরে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মহারাজা অগ্রসেন হাসপাতালের ডঃ সঞ্জীত কুমার এবং ডঃ পলব রাই সহ শিলিগুড়ি গ্রেটার হাসপাতালের ডঃ রাবিয়া সুলতানা এবং ডঃ পিয়ালী চন্দ্রা সহ অন্যান্যরা।