লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিগনিটি এর তরফে বিভিন্ন কর্মসূচির আয়োজন

শিলিগুড়ি, ১১ জুলাইঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিগনিটি এর তরফে বর্ধমান রোডের একটি মলে ‘5 in 1 Service Activity’ শিবিরের উদ্বোধন করা হল।এদিনের কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স ডিস্ট্রিক ৩২২ এফ এর ডিস্ট্রিক গভর্নর শঙ্কর কুমার দাস।যোগ্য, আত্মসুরক্ষা, আভার, লাঞ্চবক্স এবং স্বচ্ছতা কর্মসূচির আওতায় সংস্থার তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।


জানা গিয়েছে, যোগ্য কর্মসূচির আওতায় প্রতিবন্ধী নাগরিককে ট্রাই সাইকেল বিতরণ, আত্মসুরক্ষা কর্মসূচির আওতায় প্রায় ৬০০ জনকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।অন্যদিকে আভার কর্মসূচির আওতায় শিলিগুড়ি পুরনিগমের ১০ জন সাফাইকর্মীকে সম্মানিত করা হয়।স্বচ্ছতা কর্মসূচির আওতায় বিভিন্ন জায়গা স্যানিটাইজ করা হয়।এছাড়াও লাঞ্চবক্স কর্মসূচির মধ্য দিয়ে দুঃস্থ অসহায় মানুষদের খাবার বিতরণ করা হয়।

সংস্থার তরফে জানা গিয়েছে, লাঞ্চবক্স কর্মসূচি আগামী ৫২ সপ্তাহ ধরে চলবে।এদিনের কর্মসূচিতে বিডিজি ২ লায়ন হেমন্ত কুমার আগরওয়াল, ক্যাবিনেট সম্পাদক গীতেশ টিবড়েওয়াল, ক্যাবিনেট কোষাধ্যক্ষ সাহিল গুপ্তা, জোন চেয়ারপার্সন আনন্দ প্রকাশ শর্মা এবং দিব্যা কল্যাণী সহ লায়ন্স ক্লাব অফ ডিগনিটির সভাপতি ডিএ পাশা, সম্পাদক সুমিত আগরওয়াল, প্রোজেক্ট কো-অর্ডিনেটর সঞ্জয় আগরওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *