লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রেরনার সমাজসেবামূলক কর্মসূচির উদ্বোধন

শিলিগুড়ি, ৩ জুলাইঃ ১০টি সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে নতুন পথচলা শুরু করল লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রেরণা।আজ শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের ভবেশ মোড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন হল।


জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লায়ন্স ডিস্ট্রিক ৩২২ এফ ডিজি শঙ্কর কুমার দাস এবং প্রাক্তন ডিজি অভিজিৎ সেন উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন পিএমসি নির্মল গীদড় এবং বিডিজি-১ তমাল দাস গুপ্ত, ক্যাবিনেট কোষাধ্যক্ষ সাহিল গুপ্তা, চেয়ারপার্সন দিব্যা কল্লানী, ডঃ প্রিন্স পারেখ সহ অন্যান্যরা।

এদিন জলধারা প্রকল্পের আওতায় চতুর্থ ওয়াটার কুলার বসানোর কাজের উদ্বোধন করা হয়েছে।স্বর্গীয় দীনেশ কুমার আগরওয়ালের স্মৃতির উদ্দেশ্যে নীলা আগরওয়াল এবং তার পরিবারের তরফে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।


লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রেরণার সভাপতি কোমল আগরওয়াল বলেন, ১০টি সমাজসেবামূলক কাজের মধ্যে জলপান প্রকল্পের আওতায় ৫২ সপ্তাহে প্রত্যেক শনিবার করে খাবার বিতরণ করা হবে।প্রায় ৫০০ জনকে খাবার খাওয়ানো হবে।অন্যদিকে সখী প্রকল্পের আওতায় ৫ হাজার জনকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।গোটা বছরভর তাদের এই কর্মসূচি চলবে।

আজ জুস, মাস্ক এবং স্যানিটাইজার বিতরণের পাশাপাশি ডাক্তার এবং সিএ দের সম্মান জানানো হয়।এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডাক্তাররা।

এদিনের অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি লক্ষ্মী কাবরা, সম্পাদক নীলম আগরওয়াল সহ অন্যান্যরা সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।     

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *