শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইডের ড্রিম প্রিমিয়ার লিগ সিজন-৩ শুরু হচ্ছে।আজ শুরু হল সিজন-৩ এর নিলাম।এদিন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইড সালুগাড়ার একটি বেসরকারি হোটেলে ড্রিম লিগ সিজন-৩ এর নিলাম অনুষ্ঠানের আয়োজন করে।এদিন ১০৪ জন খেলোয়াড়ের নিলাম হয়।নিলাম প্রক্রিয়া নিয়ে আয়োজক ও মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।
জানা গিয়েছে, লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইডের ড্রিম প্রিমিয়ার লিগ সিজন-৩ শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে।শেষ হবে ৫ ফেব্রুয়ারি।যেখানে শিলিগুড়ির ৮টি দল অংশগ্রহণ করবে।শিলিগুড়ির এসএফ রোডের হিন্দি হাইস্কুলে সমস্ত ম্যাচ হবে।
এই বিষয়ে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইডের সেক্রেটারি গৌরব আগরওয়াল বলেন, ক্রিকেট মানুষের মধ্যে খুব জনপ্রিয়।তাই ৩ বছর ধরে এই লিগের আয়োজন করা হচ্ছে।আজ ১০৪ জন খেলোয়াড় নিলাম হয়েছে।ম্যাচ থেকে অর্জিত অর্থ অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে বলে জানান তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইডের সভাপতি রোহিত গর্গ, ড্রিম লিগ প্রজেক্টের চেয়ারম্যান জিতু আগরওয়াল সহ অন্যান্যরা।