শিলিগুড়ি, ১০ অক্টোবরঃ শহরবাসীর স্বার্থে শববাহী গাড়ি চালু করলো লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি রোর।
জানা গিয়েছে, এখন থেকে শিলিগুড়ির পুর এলাকা সহ পার্শ্ববর্তী অঞ্চলে স্বল্প মূল্যে এই পরিষেবা দেবে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি রোর।রবিবার শিলিগুড়ি ইন্টারন্যাশনাল মার্কেটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শববাহী গাড়ির উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এদিনের কর্মসূচিতে ছিলেন সংস্থার সম্পাদক লায়ন রাজেশ গুপ্তা,সভাপতি সন্দীপ আগরওয়াল সহ অন্যান্যরা।