শিলিগুড়ি, ১৪ মার্চঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয়ের তরফে আগামীকাল শিলিগুড়ির শ্যাম মন্দিরে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয়রের সদস্যরা।
এদিন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয়ের সভাপতি অঙ্কিত আগরওয়াল বলেন, উত্তরবঙ্গে মেগা রক্তদান শিবির হতে চলেছে শিলিগুড়ির শ্যাম মন্দিরে।সকাল আটটা থেকে রক্তদান শিবির শুরু হবে এবং রাত আটটা পর্যন্ত এই শিবির চলবে।করোনার সময়কাল থেকে যে রক্তের সংকট দেখা দিয়েছে।সেই রক্তরে সংকট মেটাতে এই মেগা রক্তদান শিবির করা হচ্ছে।শিবিরে সংগৃহীত রক্ত তরাই ব্লাড ব্যাঙ্ক এবং রোটারি ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।