শিলিগুড়ি, ৭ মার্চঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনিটি উইংসের উদ্যোগে এবং দৈনিক জাগরণের সহযোগীতায় নারী দিবসের প্রাক্কালে সমাজের ১৯ জন বিশিষ্ট নারীকে সম্মানিত করা হল।
রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির সেবক রোডের একটি রেস্টুরেন্টের ব্যানকোয়েট হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রথম মহিলা টোটো চালক মুনমুন সরকার।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দৈনিক জাগরনের উদ্যোগে মুনমুন দেবীর দুঃস্থ মানুষদের জন্য হাসপাতাল তৈরির স্বপ্ন পূরণের লক্ষ্যে সিকিমের রাজ্যপালের তরফে মুনমুন সরকারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন লায়ন্সের ডিজি অভিজিৎ সেন।
লায়ন্সের ডিজি অভিজিৎ সেন জানান, বছরের প্রতিটি দিনই নারী দিবস।নারী দিবসের প্রাক্কালে নারীদের সম্মানিত করতে পেরে তারা আপ্লুত।এদিনের অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির ফার্স্ট লেডি জুবলি সেন, ইউনিটি উইংসের সভাপতি জুলি চৌধুরি, প্রোজ্রক্ট চেয়ারম্যান নিকিতা সিংহল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।