লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সিটিজেন ক্রাউনের তরফে কর্মসূচির আয়োজন

শিলিগুড়ি:  লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সিটিজেন ক্রাউন এর তরফে আম্রপতি লায়ন্স সিটিজেন পাবলিক স্কুলে ‘রাহাত ও আহার’ কার্যক্রমের আয়োজন করা হল।


এই কর্মসূচিতে প্রায় ২৫০ জন দুঃস্থ মানুষকে খিচুরি খাওয়ানো হয়।এর পাশাপাশি শুকনো খাবার, সরিষার তেল, মশলা ও গরম পোশাকও বিতরণ করা হয়।


এদিনের অনুষ্ঠানকে সফল করতে সভাপতি লায়ন মনীষা আগরওয়াল, পোগ্রাম কো-অর্ডিনেটর সুনীতা বাজোরিয়া সহ অন্যান্য সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *