লায়ন্স ক্লাব অফ উত্তরায়ন সেন্টেনিয়ালের তরফে টিকাকরণ শিবিরের আয়োজন

শিলিগুড়ি, ৫ জুলাইঃ লায়ন্স ক্লাব অফ উত্তরায়ন সেন্টেনিয়াল ও মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক এর যৌথ উদ্যোগে শিলিগুড়ি কলেজে করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হল।


জানা গিয়েছে, তিনদিন ব্যাপী এই শিবির চলবে।এই শিবিরে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে নাগরিকদের কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে।প্রতিদিন প্রায় ১ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

লায়ন্স ক্লাব অফ উত্তরায়ন সেন্টেনিয়াল এর সদস্য মুকেশ কুমার বনশাল বলেন, এই শিবিরে বিশেষ চাহিদাসম্পন্ন ও দুঃস্থদের বিনামূল্যে করোনা টিকা দেওয়া ব্যবস্থা করা হয়েছে।


এদিনের শিবিরে উপস্থিত ছিলেন, লায়ন মুকেশ বনশাল, লায়ন অমিত লাড্ডা, লায়ন রকি সিং, লায়ন রোহিত গোয়েল, লায়ন অমিত আগরওয়াল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *