শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ লায়ন্স ক্লাব শিলিগুড়ি ইউনিটি অ্যান্ড ইউনিটি উইংস এর তরফে আগামী ২ অক্টোবর ম্যারাথন রান ফর ফিটনেস এর আয়োজন করা হয়েছে।বুধবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংস্থার সদস্যরা।
এদিন সংস্থার সদস্যা জয়া পেরিওয়াল বলেন, এই ম্যারাথন সেবক রোডে পিভিআর টাওয়ার থেকে শুরু হয়ে পানীট্যাঙ্কি মোড়ে হয়ে পিভিআর টাওয়ার গিয়ে শেষ হবে।সকাল ৬টা ৩০ মিনিটে ম্যারাথন শুরু হবে।ম্যারাথনে ছয়টি স্টপেজ থাকবে সেখান থেকে টোকেন সংগ্রহ করে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে।ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন ফি ২০০টাকা ধার্য করা হয়েছে।মোট ৩০০ প্রতিযোগী অংশগ্রহন করতে পারবেন।