শিলিগুড়ি, ১২ জুলাইঃ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ এফ এর উদ্যোগে ‘ফুড ফর অল’ এবং ‘রিমঝিম’ প্রকল্পের উদ্বোধন করা হল।এদিন ডিস্ট্রিক হেডকোয়ার্টারে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নর শঙ্কর কুমার দাস।
জানা গিয়েছে, ‘ফুড ফর অল’ এই প্রকল্পের মধ্য দিয়ে প্রায় ৩ লক্ষ মানুষকে খাবার বিতরণ করা হবে।পাশাপাশি রিমঝিম প্রকল্পের আওতায় ৪ হাজার দুঃস্থ মানুষকে ছাতা প্রদান করা হবে।
এই বিষয়ে ডিস্ট্রিক্ট গভর্নর শঙ্কর কুমার দাস বলেন, এবছর লায়ন্স ৩২২ এফ এর প্রথম প্রকল্প হল ‘ফুড ফর অল’।এই কর্মসূচি আগামী ৫২ সপ্তাহ অবধি চলবে।শহরের বিভিন্ন জায়গায় অসহায় দুঃস্থদের খাবারের ব্যবস্থা করা হবে।অন্যদিকে রিমঝিম প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।এই প্রকল্পের আওতায় দুঃস্থদের ছাতা প্রদান করা হবে।