শিলিগুড়ি, ৪ জুলাইঃ লায়ন্স ক্লাব অফ উন্নতি, লায়ন্স ব্লেজিং এসেস, লায়ন্স রাইজিং ডিভাইন এবং লায়ন্স রাইজিং স্টার এর যৌথ উদ্যোগে রক্তবীর প্রকল্প শুরু করা হয়েছে।এই প্রকল্পের আওতায় আজ শিলিগুড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
সংস্থার তরফে জানা গিয়েছে, রক্তবীর প্রকল্পের আওতায় ৪টি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে আগামী ৫২ সপ্তাহে প্রত্যেক রবিবার করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কে এই শিবিরের আয়োজন করা হবে।শিবিরের মাধ্যমে প্রায় এক হাজার পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে জোন চেয়ারপার্সন ৩ নীরজ ধনোটিওয়ালা, চেয়ারম্যান নরেশ আগরওয়াল, দীনেশ আগরওয়াল, বিনীত নাকিপুরিয়া, দেবাশ আগরওয়াল এবং ধীরজ আলমপুরিয়া উপস্থিত ছিলেন।