নকশালবাড়ি, ২৭ জানুয়ারিঃ নকশালবাড়ি লায়ন্স ক্লাবের উদ্যোসগে ও নকশালবাড়ি থানার সহযোগিতায় নকশালবাড়ি থানা প্রাঙ্গনে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। লায়ন্স ক্লাবের তরফে উপস্থিত ছিলেন নরেন্দ্র প্রসাদ, দেবপ্রসাদ ভৌমিক, অনিল সাহা, কৌশিক আচার্য ও কৃষ্ণ দাস।
এদিনের শিবিরে মোট ১০০ জনের চক্ষু পরীক্ষা করা হয় ও ওষুধ প্রদান করা হয়। বেশ কয়েকজনকে চোখ অপারেশনের জন্য চিহ্নিত করে শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ে পাঠানো হয়।
নকশালবাড়ি লায়ন্স ক্লাবের সম্পাদক কৌশিক আচার্য জানান প্রতি মাসে একবার করে এই শিবির করা হচ্ছে। এদিন সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীরাও চক্ষু পরীক্ষা করান। আগামী ৩১শে জানুয়ারি পানিট্যা ঙ্কিতে এবং ২৪শে ফেব্রুয়ারি নকশালবাড়ি থানায় ফের চক্ষু পরীক্ষা শিবির করা হবে।