৮ সেপ্টেম্বর লায়ন্সের তরফে রক্তদান, সুগার ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

শিলিগুড়ি,৭ সেপ্টেম্বরঃ বেগরাজ আগরওয়ালের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফ্যামিলি ও উত্তরায়ন সেন্ট্রাল ফ্যামিলির তরফে আয়োজিত হতে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির, সুগার ও  চক্ষু পরীক্ষা শিবির।


মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন লায়ন্স ক্লাবের সদস্যরা।লায়ন্স ক্লাবের সদস্য রকি সিং বলেন, শিলিগুড়ির ভেগা মল ও কসমসে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই শিবির চলবে।এছাড়াও ১৫০০ দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *